নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃকর্মীরা।
এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ, সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগ সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব, জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দুররুল হোদা,কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইন্জিঃ শহিদুল ইসলাম সরকার,
উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য গোলাম শাহনেয়াজ অপু ও শহীদুল হুদা অলক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেল ৪টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।