রবিবার , ১৬ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য খবর
  2. অর্থনিতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গোমস্তাপুর
  9. চট্রগ্রাম
  10. চাঁপাইনবাবগঞ্জ
  11. চাঁপাইনবাবগঞ্জ সদর
  12. জাতীয়
  13. ঢাকা
  14. নাচোল
  15. প্রথম পাতা

গোবরাতলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ওদুদ

প্রতিবেদক
News Desk
জুন ১৬, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ছোট ছোট অনেকগুলো প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। শনিবার তিনি এই কাজগুলোর উদ্বোধন করেন।
এর মধ্য রয়েছে দুই নম্বর ওয়ার্ডের দিয়াড় ধাইনগর দক্ষিণ চরি গ্রামে মাটি ভরাটের কাজ, একই ওয়ার্ডের দিয়াড় ধাইনগর বসত গলির রাস্তার সলিংয়ের কাজ, দিয়াড় ধাইনগরে বসত গলির রাস্তার সলিংয়ের কাজ, দিয়াড় ধাইনগর বসত গলির জিয়ার বাড়ি হতে বাক্কারের বাড়ি পর্যন্ত রাস্তার সলিংয়ের কাজ, দিয়াড় ধাইনগর মেইন রাস্তা হতে কাজলের বাড়ি পর্যন্ত সলিংয়ের কাজ, দিয়াড় ধাইনগরের প্রধান সড়ক হতে রুহুলের বাড়ি পর্যন্ত সলিংয়ের কাজ, একই গ্রামে প্রধান সড়ক হতে মোশারফের বাড়ি পর্যন্ত সলিংয়ের কাজ, দিয়াড় ধাইনগর প্রধান সড়ক হতে সাদ্দামের বাড়ি পর্যন্ত সলিংয়ের কাজ, একই গ্রামের প্রধান সড়ক হতে নজরুলের বাড়ি পর্যন্ত রাস্তার সলিংয়ের কাজ।
৩ নম্বর ওয়ার্ডের দিয়াড় ধাইনগর গ্রামে প্রধান সড়ক হতে মোশারফের বাড়ি পর্যন্ত রাস্তার সলিংয়ের কাজ, দিয়াড় ধাইনগর কেন্দ্রীয় ঈদগাহের মেঝের সলিংকরণ, দিয়াড় ধাইনগর প্রধান সড়ক হতে বাদশার বাড়ি পর্যন্ত রাস্তার সলিং কাজ, দিয়াড় ধাইনগর প্রধান সড়ক হতে সাইফুদ্দীনের বাড়ি পর্যন্ত রাস্তার সলিং কাজ, দিয়াড় ধাইনগর প্রধান সড়ক হতে সাইদুর মাওলানার বাড়ি পর্যন্ত রাস্তার সলিং কাজ, দিয়াড় ধাইনগর প্রধান সড়ক হতে বাবুল দোকানদারের বাড়ি পর্যন্ত রাস্তার সলিং কাজ, দিয়াড় ধাইনগরে প্রধান সড়ক হতে জালালের বাড়ি পর্যন্ত রাস্তার সলিং কাজ। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, গোবরাতল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুসহ ওয়ার্ড সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে তিনটি মসজিদে নগদ আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

সর্বশেষ - খেলাধুলা