শনিবার , ২২ জুন ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য খবর
  2. অর্থনিতি
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গোমস্তাপুর
  9. চট্রগ্রাম
  10. চাঁপাইনবাবগঞ্জ
  11. চাঁপাইনবাবগঞ্জ সদর
  12. জাতীয়
  13. ঢাকা
  14. নাচোল
  15. প্রথম পাতা

গোমস্তাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা সভা

প্রতিবেদক
News Desk
জুন ২২, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশ এবং বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ  হোসেন আলিম। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা খাতুন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেলসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন- ধূমপান ও তামাকজাতদ্রব্য পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান ত্যাগ করে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার আহ্বান জানানো হয়।
এছাড়াও বক্তারা স্থানীয় সরকারি অফিস-আদালতকে ধূমপানমুক্ত ঘোষণা করার আহ্বান জানান।

সর্বশেষ - খেলাধুলা