চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ১৯৮৯ ব্যাচের বন্ধুদের ❝দি আড্ডা ৮৯❞ ব্যানারে আমরা বন্ধুরা সবাই এক সাথে, ঈদ পুনর্মিলনী ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেল ৫ টায় জেলা স্টেডিয়ামে(পুরাতন) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের পরিচয় পর্ব শেষে সেখানে বর্তমান সময় ও অতীত স্মৃতিচারণ করেন তারা। আয়োজনটি পরিচালনা করেন শহিদুল ইসলাম দুলু, তিনি জাগোচাঁপাই বলেন, বন্ধুত্বের কোন বয়স হয় না,থাকেনা কোন সিমানা,বন্ধু সম্পর্ক এমন বন্ধন যা রক্তে নয় আত্মার মাধ্যমে সৃষ্টি হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহিদি হাসান রুমি, জাকির হোসেন, আশরাফুল ইসলাম টুকু, নিয়াজ আহমেদ , কামাল হোসেন ছোটকা, পুতুল মামা, ইউসুফ আলী, শাহিন সারওয়ার, রশিদ আহমেদ (সি এন্ড এফ) সেক্রেটারি, সামাদ, মাসুদ, অলোক নবাবগঞ্জ রিপোর্টারস সভাপতি,আবুল কালাম আজাদ রানা মালেক আজিজসহ আরও অনেকে।সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান চা চক্র রাতের খাবারের আয়োজন করা হয়।