বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জবর-দখল করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে শেরে বাংলা নগর এলাকায় জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে। বাংলাদেশকে পরননির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার।
দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, লটুপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সরকার পতনের দাবিতে লড়াই চলছে দাবি করে এতে জনগণ জয়ী হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নির্বাসিত, একদলীয় শাসন কায়েম করে জবর-দখল করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। পুরো দেশটি লুটেরা-মাফিয়ারা দখল করে রেখেছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা। গোটা জাতিকে পরনির্ভরশীল জাতিতে পরিণত করেছে আওয়ামী লীগ।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।