চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন রিকশা চালকরা। শনিবার দুপুর ১২টার থেকে মহানন্দা সেতুর টোলপ্লাজা এলাকায় তারা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় সড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা এসে পূর্বে টোল আদায় করা হবে এমন আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং যানচলাচল স্বাভাবিক হয়।
সেতুটিতে রিকশা প্রতি টোল ৫ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা নেয়ায় রিকশা চালকরা একজোট হয়ে প্রতিবাদ করে সড়কে অবস্থান নেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, রিকশা চালকরা প্রায় ৫০ মিনিট সড়ক অবরোধ করে রাখে, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার ও চাঁপাইনাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওহেদ জানান, সড়ক ও জনপথ বিভাগের সিডিউল অনুযায়ী রিকশার টোল নির্ধারণ করা আছে ১০ টাকা, আমরা নির্ধারিত হারেই টোল আদায় করছিলাম। রিকশা চালকরা এর প্রতিবাদ করেছে, বিষয়টি নিয়ে আমরা রিকশা চালক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে একটা সমাধান করব।