চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্ণ হয়ে ২৬ বছরে পা রাখায় রজতজয়ন্তী-২০২৪ উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার (১৯ জুন) মোহবুল্লাহ মহাবিদ্যালয় কলেজ মাঠে ভোলাহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল ওয়াহিদ টরিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহ. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ২১শে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ মো. জিয়াউল হক, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ভোলাহাট সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. রহমত আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহ, স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. রশিদুল ইসলাম জেম, রজতজয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক ও উপদেষ্টা মো. রাইহানসহ অন্যরা।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আলোচনার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ চত্বর থেকে বের হয়ে মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বৃক্ষ রোপণও করা হয়।
বক্তারা এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।