চাঁপাইনবাবগঞ্জে বেকার পুরুষের পাশাপাশি নারীদের ও হার বেশি। এই দারিদ্র্যতার হার কমাতে সরকারের পাশাপাশি অনেকেই ব্যাক্তি উদ্যোগ গ্রহন করেন।দারিদ্র্য বিমোচনে তেমনই উদ্যোগ নিয়েছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সমাজসেবক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সরকার বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছেন। জেলার উন্নয়ন ও বেকারত্ব দূরীকরনে রাখছেন ভূমিকা। সম্প্রতি তিনি কৃষ্ণ গোবিন্দপুর কাইঠা পাড়া গ্রামের অসহায় মহিলা মোছাম্মদ শাহিদা বেগম নামের এক মহিলাকে সেলাই মেশিন প্রদান করেন। এছাড়াও আরো সেলাই মেশিন দেয়ার লিস্ট ও করা হয়েছে। এ বিষয়ে জাগোচাঁপাই শহীদুল ইসলাম বলেন, “জেলার মানুষের উন্নয়ন মানেই জেলার উন্নয়ন। তিনি বলেন সেলাই মেশিন, অসুস্থ রোগীদের হুইল চেয়ার প্রদান, গাছ লাগানো সহ বেশ কিছু সামাজীক কাজ হাতে নিয়েছি। আশা করছি আগামীতেও এসব কাজ অব্যাহত থাকবে।”সেলাই মেশিন পেয়ে সাইয়িদাও অনেক খুশী। তিনি জানান, “আমার কেউ নেই। কিভাবে দিন চলবে তা জানা ছিল না। কিন্ত যখন এই সেলাই মেশিন হাতে পেলাম তখন মনে হলো হইতবা এখন দিন ডাল ভাত খেয়ে চালাতে পারব।