চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ৭টি সোনার বারসহ ভারতগামী বাংলাদেশি এক নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রহনপুর-৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
গ্রেপ্তার মোহা. হামিদুল হক (৬১) রাজশাহীর বোয়ালিয়া থানার রানীনগর গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া বলেন, সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে সোনার বার পাচারের তথ্য পাওয়া যায়। বন্দরের ইন্টিগ্রেটেড চেক পোস্টে (আইসিপি) কর্মরত বিজিবির সদস্যরা অতি সতর্কতার সঙ্গে ভারতে যাওয়া পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি করা হয়।
“এক পর্যায়ে এক যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তার কোমর তল্লাশি করে আন্ডারওয়্যারের বেল্টের ভেতরে অভিনব কায়দায় রাখা সাতটি সোনার বার জব্দ করে। ওই সোনার ওজন ৭১০ দশমিক ৬৭ গ্রাম; যার বাজার মূল্য ৭৪ লাখ ১০ হাজার ১৫৬ টাকা।”
কিবরিয়া বলেন, গ্রেপ্তার হামিদুলের কাছে ভারতীয় পাঁচ হাজার ৮০০ রুপি ও বাংলাদেশি ১৮ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনার বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।