আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগন্জ এস এস সি ৯৪ ব্যাচ কতৃক আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচীত পালিত হয়।
বুধবার চাঁপাইনবাবগন্জ সরকারি কলেজ ও গ্রীন ভিউ উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে রোপণ করা হয় ফলজ ও ওষুধি গাছ।বৃক্ষ রোপণ এ আয়োজনে উপস্থিত ছিলেন ৯৪ ব্যাচের সদস্যরা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকার।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবী কে বাচাতে হলে আমাদের প্রচুর গাছ রোপণ করতে হবে। বাড়ির খালি জায়গা যেন পতিত পড়ে না থাকে। আমাদের সেই ফাকা জায়গায় গাছ লাগিয়ে বিশুদ্ধ অক্সিজেনের সহায়ক হতে হবে।
তিনি আরো বলেন, আমাদের পরিকল্পনা আছে এই বছরের মধ্যে চাঁপাই নবাবগঞ্জে প্রায় তিরিশ হাজার বৃক্ষ রোপনের।