চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এই সভা দুটি অনুষ্ঠিত হয়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন- কমিটির সদস্য সচিব পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদের সঞ্চালনায় বাল্যবিয়ে প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা, মাদক নির্মূলসহ বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য দেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া সভায় অবৈধ স্থাপনা, বিলবোর্ড অপসারণ, আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সংরক্ষণে আলোচনা করা হয়।
অপরদিকে বেলা ১২টায় একই স্থানে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ।
সভায় কোরবানির চামড়া সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া বিভিন্ন এতিমখানায় দানকৃত চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের কথাও জানানো হয় সভায়।
এসময় আলোচনার ভিত্তিতে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়। পুরাতন স্টেডিয়ামে সকাল ৭টা ও ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন কমিটির সদস্যবৃন্দ।
সভায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি জানান, জেলায় কোরবানির পশুর চাহিদা ১ লাখ ২৯ হাজার ৯৫২টি। চাহিদার তুলনায় ৫২ হাজার ২১৫টি পশু উদ্বৃত্ত আছে।
সভায় ঈদের দিন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া পশুর বর্জ্য নির্দিষ্ট গর্তে রেখে মাটিচাপা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
পৌরসভার প্রতিনিধি ২নং ওর্য়াড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান সভায় জানান, গতবারের মতো এবারো ৪৮ ঘণ্টার মধ্যে শহরের বর্জ্য অপসারণ করা হবে।