চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে উপজেলার চারটি ইউনিয়নে ১০৯ জন দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সাইকেলগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেলগুলো বিতরণ করেন।
পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ ইউপি সদস্য, প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বতীপুর ইউনিয়নের ৩৭ জন, রাধানগর ইউনিয়নে ৩৫ জন, রহনপুর ইউনিয়নের ২৬ জন, গোমস্তাপুর ইউনিয়নের ১১ শিক্ষার্থীসহ মোট ১০৯ জন দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থী মধ্যে এই বাইসাইকেল বিতরণ করা হয়।