ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি নূরুল ইসলাম, সদ্য বদলি হওয়া শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন, জেলা গোয়েন্দা শাখার এসআই আসগার আলী, সাবেক উপজেলা চেয়্যারম্যান নজরুল ইসলাম, সাবেক পৌরসভা মেয়র মো. মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল খানসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবুল আলী নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মো. বাবুল আলীর স্ত্রী মোসা. হিরা বেগম বাদী হয়ে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালতে (শিবগঞ্জ) মামলা দায়েরের আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৩ এপ্রিল বাদীর স্বামী মো. বাবুল আলী তার সহোদর ভাই বিএনপি নেতা আলম ঝাপড়াকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলা প্রত্যাহারের দাবিতে পূর্বের জের ধরে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় সেই দিনই তারা হাঁসুয়া, লাঠি, কাতা, লোহার রড, ককটেল ইত্যাদি নিয়ে তার বাড়িতে হামলা ও লুটপাট করে।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. রবিউল হক দোলন জানান, আবেদনটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত পিআইবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।