২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে তরুনদের খেলাধুলায় সম্পৃক্ত করনে হরিপুর ভাতৃসংঘ কতৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৪ এর শুভ উদ্বোধন এবং প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম( সরকার ) এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনযোগ বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক নির্মূল করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।
মঙ্গলবার বিকেলে হরিপুর ভ্রাতৃ সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম (সরকার), ও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।